সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

ক্রীড়া ডেস্ক

আঙুলের ফ্রাকচারে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। খেলছেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচ সিরিজ। ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাকিবকে। ২৫ নভেম্বর রাতে পিএসএল সাকিবের বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল। পিএসএলের তারিখ চূড়ান্ত হয়নি। পাকিস্তানের কয়েকটি মিডিয়া জানিয়েছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। নিলাম ১৪ ডিসেম্বর। পিএসএলের আসন্ন আসরে ছয় ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪৯৩ বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন ২৮ জন। ১ লাখ ৩০ হাজার ডলার বেজ প্রাইসের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব। ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেজ প্রাইস ৬০ হাজার ডলার। সাকিব ২০১৬ সালে খেলেছেন করাচি কিংস, ২০১৭ ও ২০২২ সালে খেলেছেন পেশোয়ার জালমির পক্ষে।

 

সর্বশেষ খবর