মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন শহরে ৪৬ ম্যাচ

বিপিএল শুরু ১৯ জানুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের দশম আসরের ফিক্সশ্চার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাত দলের টুর্নামেন্ট ১৯ জানুয়ারি শুরু হয়ে ফাইনাল ১ মার্চ। অবশ্য এর আগে বিপিএলের তারিখ ছিল ৫ জানুয়ারি। জাতীয় নির্বাচনের জন্য তারিখ পুনর্নির্ধারিত হয়। জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি নির্ধারিত হলে বিপিএল পিছিয়ে যায়। নতুন তারিখ চূড়ান্ত করে বিসিবি। টুর্নামেন্টের ৪৬টি খেলা ৪৩ দিনে হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের সূচনা ম্যাচে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা। আসরের সাত দল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। একই দিন সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স খেলবে ২০ জানুয়ারি। প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলগুলোর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর।

আসরের প্রথম ধাপের খেলা হবে ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো দ্বিতীয় ধাপে খেলতে উড়ে যাবে সিলেটে। সিলেটে খেলা হবে ২৬ জুনায়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে খেলা হবে ১২টি। তৃতীয় ধাপে ৬-১০ ফেব্রুয়ারি আটটি খেলা হবে ঢাকায়। চতুর্থ ধাপের খেলা হবে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে। বন্দরনগরে হবে ১২ ম্যাচ। পঞ্চম ও শেষ ধাপের খেলাগুলো হবে ঢাকায়। লিগ পর্বের খেলা হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর