বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সৌম্যর সমস্যা খুঁজে পাচ্ছেন না হাথুরা

২০১৫ সালে বিশ্বকাপে স্কটিশ ম্যাচে খেলেছিলেন বাঁ-হাতি ওপেনার সৌম্য। কিন্তু রান করতে পারেননি। আট বছর পর বাঁ-হাতি ক্রিকেটার নিউজিল্যান্ড সফর করছেন

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যর সমস্যা খুঁজে পাচ্ছেন না হাথুরা

আট বছর আগে নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ড জয়ের ম্যাচ খেলেছিলেন এনামুল হক বিজয়। প্রথমবারের মতো ৩০০-ঊর্ধ্ব রান তাড়া করে জিতেছিল সেবার। বিশ্বকাপের ওই ম্যাচের একাদশে ছিলেন এনামুল। কিন্তু ফিল্ডিংয়ে কাঁধে ব্যথা পাওয়ায় ব্যাটিং করতে পারেননি। ওই ম্যাচের পর জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার রাস্তায় উঠে পড়েছিলেন ডান হাতি ওপেনার। আট বছর পর সেই নেলসনে আবারও খেলতে নামবেন এনামুল। আজ ভোরে খেলার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারেরও। ২০১৫ সালে বিশ্বকাপে স্কটিশ ম্যাচে খেলেছিলেন বাঁ-হাতি ওপেনার সৌম্য। কিন্তু রান করতে পারেননি। আট বছর পর বাঁ-হাতি ক্রিকেটার নিউজিল্যান্ড সফর করছেন। দুই সফরেই কোচ ছিলেন চন্ডিকা হাথুরাসিংহে। সেবার সৌম্য খেলেছিলেন দুরন্ত ফর্মে থেকে। এবার সুযোগ পেয়েছেন কোচের বিশেষ নজরে। ছন্দে না থাকার পরও তাকে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। সৌম্যকে দলে নেওয়ায় সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন কোচ হাথুরাসিংহে। অথচ টাইগার কোচ বুঝতে পারছেন না সৌম্যর ব্যর্থতার কারণ, ‘গত পাঁচ ম্যাচ? আমি জানি না। আমি তাকে এবার কেবল এক ম্যাচ দেখলাম। আমি জানি না তার কী সমস্যা। সে তো ঘরোয়া ক্রিকেটে রান করছিল।’

নেলসনে বাংলাদেশ ওয়ানডে খেলেছে তিনটি। এর মধ্যে জয় একটি এবং হার দুটি। জয় আবার বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালে ওয়ানডে দুটিতে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। একটি ৮ উইকেটে, অন্যটি ৬৭ রানে। ম্যাচ তিনটিতে রান উঠেছে। স্কটিশদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ৩১৮ রান তাড়া করে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে রান করেছে ৯ উইকেটে ২৩৬ ও ১৮৪। ডানেডিনে বৃষ্টি¯œাত কার্টেল ওভার ম্যাচে টাইগাররা হেরেছে ৪৪ রানে। ৩০ ওভারের ম্যাচে নিউজিল্যান্ড রান করেছিল ২৩৯। ৩০ ওভারে টার্গেট ছিল ২৪৫ রান। নাজমুল হোসেন শান্তরা করেন ৩০ ওভারে ৯ উইকেটে ২০০। স্বাগতিকদের ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি থাকলেও টাইগারদের ইনিংসে সর্বোচ্চ স্কোর এনামুল বিজয়ের ৪৩। এ ছাড়া আফিফ ৩৮, লিটন ২২, মিরাজ ২৮ রান করেন। ক্রিকেটাররা বড় স্কোর গড়তে না পারার কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি টাইগার কোচ, ‘ওদের বড় স্কোর না করতে পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন আমি ওদের জানাব।’ ক্রিকেটাররা কেন বড় স্কোর করতে ব্যর্থ হচ্ছেন, এর কারণ সন্ধান দিতে বলেছেন মিডিয়াকে।

নিউজিল্যান্ডের অন্য উইকেটগুলোর তুলনায় নেলসনের উইকেট অনেক বেশি ব্যাটিংসহায়ক। এখানে ১১ ম্যাচের পাঁচ ইনিংসে ৩০০-ঊর্ধ্ব স্কোর হয়েছে। সর্বোচ্চ স্কোর ৩৬৪। এ মাঠে টাইগাররা ৩১৮ রান তাড়া করে জিতলেও বাকি দুই ম্যাচে আড়াই শর নিচে রান করেছে। এমন ব্যাটিংসহায়ক উইকেটে রান করতে না পারায় চিন্তিত। তবে নেলসন স্যাক্সটন পার্কের উইকেটের প্রশংসা করেছেন টাইগার কোচ, ‘উইকেট খুবই ভালো। এখানে আমরা আগেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। আমার মনে আছে সেটা ২০১৭ (২০১৬ হবে) এবং ২০১৫-এর বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল। আউটফিল্ডও খুব ভালো। আশা করি হাই স্কোরিং ম্যাচ হবে।’

ডানেডিনে প্রথম ওয়ানডে হেরে হতাশ টাইগার কোচ, ‘ম্যাচ হারা সব সময় হতাশার। আমাদের কিছুই করার ছিল না, বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরুটা দারুণ হয়েছিল, অন্য প্রান্ত থেকে আমাদের আরও ভালো করা দরকার ছিল। কন্ডিশন আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আর বারবার খেলা বন্ধ হওয়ায় ক্যাপ্টেন চাপে পড়ে যাচ্ছিল।’ আজ ভোরে দ্বিতীয় ওয়ানডে। এটা জিতলে সিরিজে ফিরবে। হেরে গেলে নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৮ ম্যাচ হারের বৃত্তেই থাকবে টাইগাররা।

সর্বশেষ খবর