বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্যারিয়ারসেরা অবস্থানে মুর্শিদা ও নাহিদা

ক্রীড়া প্রতিবেদক

১০০ বলে অপরাজিত ৯১ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম নারী ওয়ানডেতে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান মুর্শিদা খাতুনের। ক্যারিয়ারসেরা ইনিংস খেলা মুর্শিদা মেয়েদের ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন। ২৩ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

গতকাল প্রকাশিত হয়েছে নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিং। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন ফারজানা হক পিংকি। ফারজানা এখন ১৫ নম্বরে। এরপর নারী দলের অধিনায়ক নিগার সুলতানা (২৭), রুমানা আহমেদ ৪৭, মুর্শিদা খাতুন ৫২, শামীমা সুলতানা ৬৮, শারমিন আক্তার ৭৩, রিতু মনি ৭৬, লতা মন্ডল ৭৮ ও সোবহানা মুস্তারি ৮৭ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের ম্যাচে মুর্শিদা ১০০ বলে ৯১ রান করেন। এতে করে র‌্যাঙ্কিংয়ে ৭৫ থেকে ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫২ নম্বরে জায়গা নিয়েছেন মুর্শিদা। বোলিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার। আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২ নম্বর স্থানে আছেন নাহিদা। এরপরই সালমা খাতুন ২০, রুমানা আহমেদ ৩২ ও জাহানারা আলম ৩৩।

সর্বশেষ খবর