বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জটিল রোগে আক্রান্ত হকি তারকা মওদুদুর রহমান শুভ

ক্রীড়া প্রতিবেদক

জটিল রোগে আক্রান্ত হকি তারকা মওদুদুর রহমান শুভ

অন্ধকারে পড়ে আছে দেশের হকি। ঘরোয়া আসরে কোনো খবরই নেই। এনিয়ে মাথাব্যথা নেই কর্মকর্তাদের। এর মধ্যে আবার মন নাড়িয়ে দেওয়ার মতো খবর পাওয়া গেল। দেশের জনপ্রিয় হকি খেলোয়াড় মওদুদুর রহমান শুভ। সব সময় তাকে হাসিমুখে দেখা যায়। দেখা হলেই বলতেন, কেমন আছেন ভাই। বাসার সবাই ভালো তো। সেই শুভ এখন জটিল রোগে আক্রান্ত। তার মস্তিষ্কে টিউমার খুঁজে পাওয়া গেছে। এত বড় রোগ মাথায় বাসা বেঁধেছে, তা টেরই পাননি শুভ। হঠাৎ এমন খবরে মুষড়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

গত ৬ ডিসেম্বর নিজ বাসায় অজ্ঞান হয়ে পড়েন শুভ। বিকেএসপির কোচ মশিউর রহমানসহ পরিবারের অন্যরা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় টিউমার ধরা পড়ে। দুই রাত আইসিইউতে এবং আরও দুই রাত ওয়ার্ডে কাটিয়ে জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় এখন বিকেএসপির বাসায়। ২০১৬ সাল থেকে বিকেএসপির কোচ হিসেবে কাজ করছেন শুভ। ২০১৮ সালে তার প্রশিক্ষণে ঢাকা মোহামেডান সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন হয়। জাতীয় দলে খেলেছেন ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত। লিগে দুবার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। শুভ জানান, চিকিৎসকরা টিউমারটি অপারেশনের কথা বলেছেন। সেই অস্ত্রোপচার বেশ জটিল। 

সর্বশেষ খবর