মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যুবারা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন

যুব এশিয়া কাপ জয়ের ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক রেখেই গতকাল ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেছেন নির্বাচক হান্নান সরকার।

দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা ধরে রাখতে পারেননি টাইগাররা। ২০২২ সালে টাইগার যুবাদের পাফরম্যান্স মোটেও সুখবর ছিল না। অষ্টম হয় বাংলার যুবারা। তবে সব শেষ আসরে ভড়াডুবির পর থেকেই যুবাদের নিয়ে কঠোর অনুশীলনের ব্যবস্থা করে বিসিবি। তার ফলেই এশিয়া কাপের শিরোপা ঘরে এসেছে। তাই এই দল নিয়ে এবার বিশ্বকাপ পুরুদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসী হান্নান সরকার। তিনি বলেন, ‘আমরা ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২-এ সেটা ধরে রাখতে পারিনি। সেটাকে (বিশ্বকাপ ট্রফি) আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো বলেকয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সব সময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, বিশেষ করে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। আমাদের অন্য দলও বড় দল হিসেবে চিন্তা করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।’

এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। উপমহাদেশের কন্ডিশনের কথা চিন্তা করেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়েছে। তবে বিসিবির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। এ সম্পর্কে হান্নান সরকারের ভাষ্য, ‘আমরা শ্রীলঙ্কা ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোনো পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। আমাদের অধিনায়ক, সঙ্গে জীবন (শেখ পারভেজ) ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে। আমাদের পেস বোলিং অলরাউন্ডারও আছে, রিজওয়ান। সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’

বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী কোচ স্টুয়ার্ট ল। তিনি মনে করেন এই পর্যায়ে স্কিলের চেয়েও গুরুত্ব দেওয়া উচিত মানসিক বিষয়টি। তবে এশিয়া কাপ জয়ের বিষয়টি ভুলে যেতে বলেছেন যুবাদের। স্টুয়ার্ট ল বলেন, ‘আমি এশিয়া কাপ জেতার পর ওদের বলেছি ভালোমতো উদ্?যাপন করতে। কারণ, এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে ওরা যখন দেশে ফিরবে, তখন আবার এটা অতীত হয়ে যাবে। আমাদের এখন যা হয়ে গেছে, তা নিয়ে ভাবা যাবে না। ভাবতে হবে যা সামনে আছে। আমরা যে প্রক্রিয়ায় কাজ করে ভালো করেছি, সেদিকে আবার মনোযোগ দিতে হবে। যদি তা করি, তাহলে আমরা ভালো খেলব।’

কোচের সুরে কথা বললেন ক্যাপ্টেনও। মাহফুজুর বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। মানসিকভাবে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যদি ওই জিনিসটাকে (যুব এশিয়া কাপ জয়) ধরে রাখি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমাদের এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত।’

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহঅধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

 

 

 

সর্বশেষ খবর