সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কিংস অ্যারিনায় ব্যতিক্রমী উদ্যোগ

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনায় ব্যতিক্রমী উদ্যোগ

কিংস অ্যারিনায় রাকিবের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রুম্মন ওয়ালি বিন সাব্বির (বাঁয়ে)। ওমর বাবৌয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আবদুল গাফফার -ফাইল ছবি

পেশাদার ফুটবল লিগে তিন মৌসুম হতে চলল বসুন্ধরা কিংস অ্যারিনায় হোম ম্যাচ খেলছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস অ্যারিনায় ম্যাচ হলেই দর্শকের ঢল নামে। মনোমুগ্ধকর কিংস অ্যারিনাই মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মাঠে আনতে সক্ষম হয়েছে। ফিফা ও এএফসির কর্মকর্তারা ভেন্যু পরিদর্শন করে মুগ্ধ হন। তাই তো বাংলাদেশ জাতীয় দলের ম্যাচগুলোও কিংস অ্যারিনাতেই অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার এএফসি কাপের হোম ম্যাচও খেলে ফেলেছে এই ভেন্যুতে। দর্শকের জায়গা হচ্ছে না বলে আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কিংস কর্তৃপক্ষ।

নতুন মৌসুমে কিংস অ্যারিনা এনেছে ব্যতিক্রমী লিগ আয়োজন। যা ঘরোয়া ফুটবলে কখনো দেখা মেলেনি। উদ্যোগটা নিয়েছেন বাফুফে সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, ‘যাদের মাধ্যমে ঘরোয়া ফুটবলে জনপ্রিয়তা  আকাশছোঁয়ার মতো তারাই আড়ালে থেকে যাচ্ছিলেন। লিগ কমিটির দায়িত্ব পেয়ে আলোচনা করি নতুন লিগে নতুনত্ব আনা যায় কীভাবে। সিদ্ধান্ত হয় প্রতি ম্যাচেই সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হবে। আর তা তুলে দেবেন দেশের ফুটবলে যারা অবদান রেখেছেন। কিংস ছাড়া শেখ রাসেল ক্রীড়াচক্রের হোম ভেন্যু কিংস অ্যারিনা। লক্ষ্য করলে দেখবেন দুই দলের হোম ম্যাচে সাবেক তারকা ফুটবলারাই পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের টার্গেট রয়েছে কিংস অ্যারিনায় সামনের ম্যাচগুলোয় তা ধরে রাখব। ঢাকার বাইরের ম্যাচেও পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু কে পুরস্কার দেবেন তার দায়িত্ব তো আয়োজকদের। তবু বলছি, এবার হচ্ছে না সামনে হয়তো সাবেক তারকাই পুরস্কার তুলে দেবেন। আমাদের লক্ষ্য একটাই সাবেকদের ফুটবলের সঙ্গে জড়িয়ে রাখা। এবারই প্রথম রেফারিদের জন্য পুরস্কার রাখা হয়েছে। ইতোমধ্যে একজন মাসসেরা পুরস্কার পেয়েছেন। সম্মান পাওয়ার যোগ্য যাদের, তাদেরই সম্মান দিচ্ছি।’

সর্বশেষ খবর