সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মুন্নার মতো সুনাম কুড়াতে চান সানজিদা

দীপক দেবনাথ, কলকাতা

মুন্নার মতো সুনাম কুড়াতে চান সানজিদা

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টিম ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে আসা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আক্তার বলেছেন, আমার পেছনে ফিরে তাকানোর সময় নেই, আমাকে ভালো কিছু করতে হবে, আমার সেরা পারফরম্যান্সটা দিতে হবে।  ইস্টবেঙ্গল ক্লাবের নারী ফুটবল টিমের ইতিহাসে সর্বপ্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে এরই মধ্যে প্রাকটিস সেরেছেন সানজিদা। খেলেছেন একটি ফ্রেন্ডলি ম্যাচও, সেই ম্যাচে দল জিতেছে। দলে সানজিদার পারফরম্যান্স নিয়ে অনেকেই খুশি। ম্যাচ শেষে অনেকেই এগিয়ে এসে তার সঙ্গে সেলফিও তুলেছেন। বিষয়টি বেশ ভালো লেগেছে সানজিদার। তবে ফুটবল যেহেতু একটি দলগত খেলা তাই কেবলমাত্র তাকে ভালো খেললেই হবে না, দলকেও দলগতভাবে ভালো খেলতে হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, জার্নি করে নতুন একটি জায়গা এসেও আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি। ইস্টবেঙ্গলে খেলে মুন্না ভাইয়ের মতো সুনাম কুড়াতে চাই। দলের অনেকেই আমার খেলার প্রশংসা করেছেন। খেলা শেষে অনেকে আমার সঙ্গে সেলফিও তোলেন।’

৩০ জানুয়ারি পরবর্তী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল দল। কিন্তু প্রতিটি ম্যাচের আগেই খেলোয়াড়দের যে মানসিক চাপ নিতে হয় তা নিয়ে সানজিদার বক্তব্য, এত চাপ নিয়ে তো খেলোয়াড়রা খেলতে পারেন না তবুও চাপ নিতে হয়। যেহেতু আমি এখানে এসেছি, আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার। ইস্টবেঙ্গলের ইতিহাসে এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার খেলতে এসেছেন, তাদের রেকর্ডও আছে। এর সঙ্গে আমার দেশের সুনাম জড়িত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর