সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টানা তৃতীয় জয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ও দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও জয়ের নায়ক রাবেয়া খান। বাংলাদেশের নারী ক্রিকেটে এই প্রথম কোনো ক্রিকেটার টানা তিন ম্যাচে সেরা হয়েছেন। গতকাল কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। তিন জাতির অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে বাংলাদেশ টানা তিন জয়ে ফাইনালে উন্নীত হয়েছে। ১১৫ রানের টার্গেটে শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৯ রান। লেগ স্পিনার জান্নাতুল ৭ রান দেন। আর এতেই জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে স্বাগতিক নারী দল ২০ ওভারে ৬ উইকেটে ১১৪ রান করে। সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন রাবেয়া। ম্যাচসেরা রাবেয়ার হাফসেঞ্চুরির ইনিংসটি সাজানো ছিল ৪০ বলে ৬ চারে। বল হাতে ৪ ওভারে ১৮ রানের খরচে নেন ১ উইকেট। রাবেয়া ছাড়াও দারুণ ব্যাটিং করেন আফিয়া আসিমা। আফিয়া ৪৬ বলে ৩১ রান করেন।

সর্বশেষ খবর