সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হার্টলির স্পিনে হায়দরাবাদে ইংল্যান্ডের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক

হায়দরাবাদ থেকে ব্রিসবেনের দূরত্ব প্রায় সাড়ে ৯ হাজার (৯৪৪৩) কিলোমিটার। দুই শহরেই গতকাল নাটকীয়তার জন্ম দিয়েছে টেস্ট ক্রিকেট। ব্রিসবেনে আনকোড়া দল নিয়ে শামার জোসেফের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হায়দরাবাদে প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সেই টেস্টটি ইংল্যান্ড জিতেছে নাটকীয়ভাবে। বাজ ক্রিকেট খেলা বেন স্টোকসের ইংল্যান্ডকে ২৮ রানের অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন অভিষিক্ত বাঁ হাতি স্পিনার টম হার্টলি। ব্রিসবেনে ক্যারিবীয়দের জয়ের নায়ক শামার দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। হায়দরাবাদে একইভাবে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন হার্টলি। জয়ের জন্য ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ভারত অলআউট হয় ২০২ রানে। দেশের মাটিতে সবশেষ ৪৮ টেস্টে ভারতের এটা চতুর্থ হার। প্রথম ইনিংসে এত বেশি রানে এগিয়ে থেকেও এবার দ্বিতীয়বারের মতো হারল ভারত।

সর্বশেষ খবর