বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নেপালকে সহজেই হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের সুপার সিক্স শুরু করেছে বাংলাদেশ। গতকাল ব্লোমফন্টেইনে আইসিসি সহযোগী দেশ নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে। তখনো বল বাকি ছিল ১৪৮টি। এই জয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা জাগিয়ে রেখেছে টাইগার যুবারা। তবে সেমিফাইনালের সমীকরণটা ভীষণ কঠিন মাহফুজ বাহিনীর। পাকিস্তানকে হারাতেই হবে। শুধু হারালে হবে না, ব্যবধান হতে হবে আকাশসমান। গতকাল প্রথমে ব্যাট করে নেপাল ৪৯.৫ ওভারে ১৬৯ রান করে। সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল বিক্রম কেসি। ১০০ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার। টাইগার যুবাদের পক্ষে ৪ উইকেট নেন রোহানাত দৌলা বর্ষণ। টাইগার ওপেনার আশিকুর রহমান ও জিশান ৬৭ রান তুলে বিচ্ছিন্ন হন। আশিক ১৬ রান করলেও জিশান ৫৫ রান করেন। শেষ দিকে আরিফুল ইসলাম বিধ্বংসী মেজাজে ৫৯ রানের জিতে যায় যুবারা নেপালের বোলার সুভাস ভান্ডারী ৮ ওভার ৪৪ রান খরচে নেন ৫ উইকেট। ১৯ রানের খরচে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন টাইগার যুবা রোহানাত দৌলা।    

 

সর্বশেষ খবর