শিরোনাম
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আবারও বাংলাদেশ-ভারত ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

আবারও বাংলাদেশ-ভারত ফাইনাল

সাফ নারী বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি হওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন আগে ঢাকায় খেলেছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে। দুই দেশ যুগ্ম চ্যাম্পিয়ন হয়। ২০২২ সালে অনূর্ধ্ব-২১ সাফ চ্যাম্পিয়নশিপেও শিরোপা লড়াইয়ে তাদের দেখা। রবিবার নেপালের কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। নেপাল ও ভারতকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলার কিশোরীরা। অপেক্ষায় ছিল কে হবে প্রতিপক্ষ।

গতকাল নেপালকে হারিয়ে ভারতও ফাইনালে জায়গা করে নিল। আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় জেতার জন্য ভারতের মেয়েরা ছিল মরিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত নেপালকে পাত্তাই দেয়নি। ১০ গোলে বিধ্বস্ত করেছে। প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেপাল ও ভুটান। আজ রাউন্ড রবিন লিগের আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ লড়বে ভুটানের বিপক্ষে। এ ম্যাচের জয়-পরাজয়ের গুরুত্ব নেই। তবে কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ফাইনালের আগে একটি ম্যাচ পাচ্ছি। হতে পারে দুর্বল, ততটা শক্তিশালী না। তারপরও তাদের বিপক্ষে লড়ে খেলোয়াড়রা ভুলত্রুটি শুধরিয়ে নিতে চায়।’

সর্বশেষ খবর