মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বছরের দ্বিতীয় ট্রফি জিতলেন সোয়াটেক

ক্রীড়া ডেস্ক

বছরের দ্বিতীয় ট্রফি জিতলেন সোয়াটেক

চলতি বছর দ্বিতীয় ট্রফি জয় করলেন পোলিশ মেয়ে ইগা সোয়াটেক। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস ওপেনে গ্রিসের মারিয়া সাক্কারিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ফাইনালে ৬-৪, ৬-০ গেমে প্রতিপক্ষকে পরাজিত করেন সোয়াটেক। চলতি বছর এর আগে কাতার ওপেনে এলেনা রিবাকিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ক্যারিয়ারে সব মিলে নারী এককে আটটি ট্রফি জিতলেন ২২ বছর বয়সী এই পোলিশ মেয়ে। ইন্ডিয়ান ওয়েলসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ এ তরুণ ফাইনালে ৭-৬, ৬-১ গেমে হারিয়েছেন ড্যানিল মেদভেদেভকে। ক্যারিয়ারের ১৩ নম্বর ট্রফি জয় করলেন ২০ বছর বয়সী আলকারাজ। চলতি বছর এটাই তার প্রথম ট্রফি জয়।

 

সর্বশেষ খবর