সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আর্সেনাল লিভারপুলের জয়

ক্রীড়া ডেস্ক

আর্সেনাল লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষস্থান দখলে নিল আর্সেনাল ও লিভারপুল শনিবার গানাররা উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে। আর্সেনালের পক্ষে একটি করে গোল করেন ট্রোসার্ড ও অডেগার্ড। অন্যদিকে লিভারপুল  ৩-১ গোলে ফুলহ্যামকে পরাজিত করেছে। বিজয়ী দলের ট্রেন্ট আলেকজান্ডার, রায়ন গ্রাভেনবার্চ ও দিয়েগো জোতা গোল করেন। ফুলহ্যামের ব্যবধান কমান টিমোথি। এ জয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট সংগ্রহ করেছে আর্সেনাল ও লিভারপুল। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে।  শনিবার ইংলিশ লিগের ম্যাচ ছিল না ম্যানসিটির। তারা খেলেছে এফএ কাপের সেমিফাইনাল। সেখানে চেলসিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্ডিওলার দল। চলতি মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ শেষ ম্যানসিটির। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে দলটা। হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। তবে এখনো ঘরোয়া ডাবল জয়ের সুযোগ আছে ম্যানসিটির সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগে আপাতত শীর্ষস্থান থেকে নেমে গেলেও শিরোপা জয়ের সুযোগ তাদেরই সবচেয়ে বেশি। সামনের ছয় ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলবে ম্যানসিটি। পাশাপাশি এফএ কাপের ফাইনাল জিতলেই ঘরোয়া ডাবল নিশ্চিত হবে পেপ গার্ডিওলার দলের। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে রেলিগেশনের তালিকায় আছে লিউটন টাউন, বার্নলি ও শেফিল্ড। লিউটন গত শনিবার ৫-১ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে।

৩৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে লিউটন। বার্নলি শনিবার শেফিল্ডকে ৪-১ গোলে হারালেও ৩৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১৯ নম্বরে। শেফিল্ডের অবস্থান ১৬ পয়েন্ট নিয়ে সবার তলানিতে ২০ নম্বরে।

সর্বশেষ খবর