শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সামর্থ্যরে বিবেচনায় স্কোয়াড গঠন করা হবে

‘ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উইকেট কেমন হবে আমরা এখনো জানি না। কিন্তু উইকেটের সঙ্গে যাতে মানিয়ে খেলতে পারেন তেমন সামর্থ্যরে ক্রিকেটারদের নিয়েই স্কোয়াড বানানোর চিন্তাভাবনা করছি।’

ক্রীড়া প্রতিবেদক

সামর্থ্যরে বিবেচনায় স্কোয়াড গঠন করা হবে

গাজী আশরাফ হোসেন

মার্কিন যুক্তরাষ্ট্র্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু জানাননি কবে বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানেন না কবে দেশে ফিরবেন সাকিব। ৩ মে শুরু জিম্বাবুয়ে সিরিজ। সেখানে খেলবেন দেশসেরা ক্রিকেটার, এটা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। শুধু তাই নয়, বাংলাদেশ প্রতিদিনকে স্পষ্ট করেই লিপু জানিয়েছেন- টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ১৫ সদস্যের স্কোয়াড তৈরি করা হবে ক্রিকেটারদের ক্যালিবার বা সামর্থ্য দেখে, ‘ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উইকেট কেমন হবে আমরা এখনো জানি না। কিন্তু উইকেটের সঙ্গে যাতে মানিয়ে খেলতে পারেন, তেমন সামর্থ্যরে ক্রিকেটারদের নিয়েই স্কোয়াড বানানোর চিন্তাভাবনা করছি।’ গত জুলাইয়ের পর ১০ মাস আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেননি সাকিব। তারপরও তাকে কেন্দ্র করেই দল সাজানো হবে আভাস দিয়েছেন প্রধান নির্বাচক।

আসা-যাওয়া করতে করতে এখন দলে প্রায় থিতু বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার। আসন্ন জিম্বাবুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্র সিরিজে তাকে আলাদা করে নজরে রাখা হবে বলেন লিপু, ‘সৌম্য সরকারকে আমরা আলাদা নজরে রাখব।’ বিশ্বকাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ১ মে। ২৫ মে পর্যন্ত স্কোয়াডের ক্রিকেটার পাল্টানো যাবে। সেজন্যই হয়তো সৌম্য সরকারকে আলাদা নজরে রাখবেন নির্বাচকরা। টি-২০ বিশ্বকাপের আগে ২৮ এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের টি-২০ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সিরিজ শুরু হবে ৩ মে চট্টগ্রামে।

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে গতকাল শুরু হয়েছে তিন দিনের রুদ্ধদ্বার ক্যাম্প। ক্যাম্প শুরু হলেও মূল টার্গেট টি-২০ বিশ্বকাপ। যা শুরু হবে ২ জুন। আসরে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ৮, ১০, ১৩ ও ১৭ জুন। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কা, ১০ জুন দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক, ১৩ জুন নেপাল ও ১৭ জুন নেদারল্যান্ডস, ম্যাচ দুটির ভেন্যু সেন্ট ভিনসেন্ট। ডালাসের উইকেটে বল একটু ধীরলয়ে আসে। নিউইয়র্কের উইকেট হবে ‘ড্রপ ইন’। উইকেটটি বানানো হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। নিউইয়র্কের উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা করা সম্ভব নয়। তবে বিশ্বকাপ বলে ব্যাটাররাই বাড়তি সুবিধা পাবেন। ওয়েস্ট ইন্ডিজের উইকেটের আচরণও এখন প্রায় উপমহাদেশের মতো। স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বোলাররা বাড়তি বাউন্স পান। ব্যাটাররা নিয়মিত স্ট্রোক খেলেন। এ কথা মাথায় রেখে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁ হাতি স্পিনার তানভীর ইসলামকে। যদিও সাকিবের মতো একজন বাঁ হাতি স্পিনার রয়েছেন। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ছিলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু ফিটনেসের জন্য তাকে রাখা হয়নি ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে। নেওয়া হয়েছে তানভীরকে। বাঁ হাতি স্পিনার বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে এবং ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলছেন আবাহনীর পক্ষে। ১২ ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। তানভীরের বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘তাইজুল ফিট নন। তাই তাকে স্কোয়াডে নেওয়া হয়নি। সাকিব থাকার পরও তানভীরকে আমরা আলাদা করে ভাবছি। সেজন্যই তাকে নেওয়া হয়েছে।’ বাংলাদেশের ক্রিকেটে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন কিছু ক্রিকেটার আছেন, যারা টেস্ট, ওয়ানডে ও টি-২০- তিন ফরম্যাটের জন্যই অটো চয়েস। তারপরও টি-২০ ক্রিকেটের বিবেচনায় ক্রিকেটার খুঁজছেন নির্বাচকরা। তেমনই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক লিপু, ‘আইপিএল খেয়াল করে দেখবেন, টি-২০ ক্রিকেট পুরো পাল্টে গেছে। আগাম কোনো ধারণাই করা যায় না। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন সবাই। আমরাও আসলে এমন ক্রিকেটারই খুঁজছি।’

সর্বশেষ খবর