শিরোনাম
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
প্রথম টি-২০ আজ

ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নিগারদের

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নিগারদের

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শুরুর আগে সুরমা নদীর পাড়ে ট্রফি সঙ্গে নিয়ে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত -বিসিবি

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ঢাকার পাশাপাশি সিলেটেও হবে বিশ্বকাপের ম্যাচ। নিজেদের মাটিতে বিশ্বকাপে ভালো করার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন নিগার সুলতানারা। আজ থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিলেটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। এই সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে চান অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, ‘আমি এই সিরিজটাকে সুযোগ হিসেবে দেখছি। ভারত ভালো দল। তারা পূর্ণ শক্তি নিয়েই এসেছে। তারা হয়তো এই দলটাকেই বিশ্বকাপে খেলাবে। ওদের জন্য এই সিরিজটা প্রস্তুতির ভালো সুযোগ। আমাদের জন্যও সুযোগ।’ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরেছে মেয়েরা। তবে ভারতের বিপক্ষে ভালো খেলে কামব্যাক করতে চান নিগাররা। বিশেষ করে প্রথম ম্যাচটায় ভালো ক্রিকেট উপহার দেওয়ার কথা জানালেন অধিনায়ক। সর্বশেষ টি-২০ সিরিজে ভারতকে একটা ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও একটা ম্যাচ জয় করেছিল মেয়েরা। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের বাকি ম্যাচগুলো হবে আগামী ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে এবং ৯ মে।

সর্বশেষ খবর