সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

প্লে-অফেই হকির শিরোপা নিষ্পত্তি

ক্রীড়া প্রতিবেদক

প্লে-অফেই হকির শিরোপা নিষ্পত্তি

কোনো ছাড় নয়। প্লে-অফ ম্যাচ দিয়েই ঢাকা প্রিমিয়ার হকি লিগের শিরোপা নির্ধারণ হবে। বাইলজ উপেক্ষা করে বিতর্ক তৈরি হোক তা আমি বা ফেডারেশনের কেউ চায় না। খেলা চলবে নিয়ম মেনেই, কথাগুলো বলছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ। ১৯ এপ্রিল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীকে হারালেই মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে যেত। কোনো সমীকরণের আর প্রয়োজন পড়ত না। ম্যাচে ৪৩ মিনিট পর্যন্ত মোহামেডান ৩-২ গোলে এগিয়ে ছিল। এ সময় আবাহনীকে মাঠে বেশ অসহায় মনে হচ্ছিল। হঠাৎ পুস্করক্ষিসা মিমোর আচরণে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মারামারিতে জড়িয়ে পড়েন উভয় দলের খেলোয়াড়রা। আম্পায়ার মোহামেডানের দুজন খেলোয়াড়কে লালকার্ড ও একজনকে হলুদ কার্ড দেখান। অন্যদিকে আবাহনীর একজন লালকার্ড ও আরেকজনকে হলুদ কার্ড দেখান। মোহামেডান আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। প্রতিবাদে তারা ম্যাচ বয়কট করে। আম্পায়াররা অপেক্ষা করার পরও মোহামেডান ম্যাচে না ফিরলে আবাহনীকে বিজয়ী ঘোষণা করেন। আবাহনী ও মেরিনার্সের সমান ৩৭ পয়েন্ট হওয়ায় ফেডারেশন প্লে-অফের সিদ্ধান্ত নেয়। বাইলজে তাই উল্লেখ রয়েছে। যদি লিগ শেষে দুই শীর্ষ দলের পয়েন্ট সমান হয়ে যায়, প্লে-অফে শিরোপা নির্ধারণ হবে। মেরিনার্স ও আবাহনীর খেলোয়াড়রা বিমান বাহিনীর হয়ে ভারতে খেলতে গেছেন। ফিরে এলেই প্লে-অফের তারিখ নির্ধারণ হবে। শোনা যাচ্ছে নানা জটিলতায় দুদলই নাকি চাচ্ছে তাদের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ দৃঢ় কণ্ঠে বলেছেন, ‘কোনো ছাড় নয়, বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচ খেলতেই হবে আবাহনী ও মেরিনার্সকে। হকিকে বিতর্ক মুক্ত রাখতে চাই। বিমান বাহিনী দল ফিরে এলেই প্লে-অফ ম্যাচের তারিখ নির্ধারণ হবে।’

উল্লেখ্য, এর আগে প্রিমিয়ারে দুবার যুগ্ম চ্যাম্পিয়নের ঘটনা রয়েছে। তবে এবার অবস্থা ভিন্ন। আবাহনী-মোহামেডান ম্যাচের ঘটনার পর সাঈদ নিজেই বলেছেন, ‘ফেডারেশন বাইলজের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যত বড় দলই হোক কেউ বাইলজের বাইরে নয়। এখন যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করলে প্রশ্নবিদ্ধ হবে ফেডারেশনই।’ বিশেষ করে মোহামেডান আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। বাইলজের বাইরে কোনো সিদ্ধান্ত এলেই তখন তা তারা কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে সাঈদ কোনোভাবেই চাইবেন না নতুন করে জটিলতা তৈরি হোক। বেশ সতর্ক হয়েই তিনি এগোচ্ছেন।

সর্বশেষ খবর