শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

আবারও কি ‘অল জার্মান’ ফাইনাল!

ক্রীড়া ডেস্ক

আবারও কি ‘অল জার্মান’ ফাইনাল!

১১ বছর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হয়েছিল ‘অল জার্মান’ লড়াই। একদিকে বুরুসিয়া ডর্টমুন্ড। অন্যদিকে বায়ার্ন মিউনিখ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সে লড়াইয়ে ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যাভারিয়ান ক্লাব বায়ার্ন। এ বছরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ওয়েম্বলিতে। এবারও কি অল জার্মান ফাইনাল হবে! সেমিফাইনালের প্রথম লেগ শেষে জার্মানির দুই ক্লাবেরই ফাইনাল খেলার সম্ভাবনা আছে। প্রথম লেগে বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। বায়ার্ন মিউনিখের পক্ষে ম্যাচের ৫৩ মিনিটে সানে ও ৫৭ মিনিটে হ্যারি কেইন গোল করেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পক্ষে ২৪ ও ৮৩ মিনিটে ২টি গোল করেন ভিনিসাস জুনিয়র। পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠে অবশ্য লড়াইটা বেশ কঠিন হবে বায়ার্ন মিউনিখের জন্য। তবে এ কঠিন লড়াইয়ে জিততে পারলেই হতে পারে অল জার্মান ফাইনাল। অন্য সেমিফাইনালে প্রথম লেগে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে পিএসজিকে। নিজেদের মাঠে পিএসজির বিপক্ষে জয়সূচক গোলটি করেন নিকোলাস। দুই জার্মান ক্লাবেরই ফাইনাল খেলার দারুণ সম্ভাবনা রয়েছে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদই সুবিধাজনক স্থানে আছে। অতীত রেকর্ডও লস ব্ল্যাঙ্কোসদেরই পক্ষে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে পরাজয় এড়ানোর পর ১৯ বারের মধ্যে ১৮ বারই পরের রাউন্ডে খেলেছে রিয়াল মাদ্রিদ। কেবল একবারই প্রতিপক্ষের মাঠে জিতেও বিদায় নিয়েছে তারা।

২০১৮-১৯ মৌসুমে আয়াঙের মাঠে ২-১ গোলে জয় পায় রিয়াল। তবে নিজেদের মাঠে হেরে যায় ৪-১ গোলে। রিয়াল মাদ্রিদ এখন আগের চেয়ে অনেক বেশি গোছানো এক দল। লা লিগায় শিরোপা জয়ের জন্য আর মাত্র দুটি জয়ই যথেষ্ট হবে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে পুরোপুরিই সফল একটা মৌসুম কাটাবে তারা।

বুরুসিয়া ডর্টমুন্ডের জন্যও সামনের ম্যাচ বেশ কঠিন হবে। পিএসজির মাঠে গিয়ে এমবাপ্পেদের বিপক্ষে লড়াই করে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ তাদের জন্য। পিএসজি এবার নিজেদের মাঠে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল খেলার আশায় আছে। এমবাপ্পেদের অন্তত ২-০ গোলে জিততে হবে দ্বিতীয় লেগে। অন্যদিকে ড্র করলেই ফাইনাল খেলবে ডর্টমুন্ড। জার্মান বুন্দেসলিগায় এবার বায়ার্ন মিউনিখ এবং ডর্টমুন্ডকে পেছনে ফেলে শিরোপা জয় করেছে লেভারকুজেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ড ও বায়ার্ন দুই দলই শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে।

সর্বশেষ খবর