বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

ফাইনালে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে মোহামেডান

১৯৮০ সাল থেকে ফেডারেশন কাপ শুরু হওয়ার পর মোহামেডান ১৩ বার ফাইনাল খেলে। অন্যদিকে পুলিশ কখনো শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়নি। পুলিশ জিতলে তা হতো ইতিহাস। এগিয়ে থেকেও স্বপ্নের ফাইনালে খেলা সম্ভব হয়নি। সেমিতে থেমে গেছে পুলিশের দৌড়। ২-১ গোলে জিতে আরেকবার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় রইল মোহামেডান।

১৪ মে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী গোপালগঞ্জে দ্বিতীয় সেমিতে লড়বে। যারা জিতবে তারা ২১ মে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনালে মোহামেডানের বিপক্ষে খেলবে। ফাইনালে উঠলেও মোহামেডান শিবিরে পুলিশ আতঙ্ক বিরাজ করছিল। ম্যাচের শুরু থেকে গোল পেতে মোহামেডান ছিল মরিয়া। সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেনি। গতকাল আক্রমণ করলেও তাতে পরিকল্পনার ছাপ ছিল না। উল্টো গোল খেয়ে বসে। দ্বিতীয়ার্ধের শুরুতে মোরিওর ফ্রি কিকে বক্সে উখমাতোভের হেডে বল ড্রপ খেয়ে গোলরক্ষক সুজনকে পরাস্ত করে। ৬৮ মিনিটে ইমানুয়েল সানডে গোল করে ম্যাচে সমতা ফেরান। ১০ মিনিট পর শাহরিয়ার ইমনের গোলে ফাইনালে জায়গা করে নেয় মোহামেডান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর