রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

কিংস অ্যারিনায় কিংসের উৎসব

রাশেদুর রহমান

কিংস অ্যারিনায় কিংসের উৎসব

ছবি : রোহেত রাজীব

ম্যাচ শেষ। মাঠে চলে এলো মঞ্চ প্রস্তুতকারী দল। চ্যাম্পিয়ন লেখা বোর্ডের পেছনে দাঁড়িয়ে গেল মঞ্চ। পাশেই ছোট্ট একটি টেবিল। সেই টেবিলে সাজিয়ে রাখা চ্যাম্পিয়নদের মেডেল। সঙ্গে আছে ক্রেস্ট। ওদিকে গ্যালারিতে বসুন্ধরা কিংসের পতাকা নিয়ে মিছিল করতে শুরু করেছেন সমর্থকরা। হঠাৎ করেই নিভে গেল স্টেডিয়ামের সব আলো। বেজে উঠল গানের সুর। এরপর আলো জ্বলে উঠল নানান রঙে। ফুটবলাররা ড্রেসিং রুমে জার্সি বদলে কিছুক্ষণের মধ্যেই মাঠে আসেন। তাদের দেখতে পেয়েই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। মাঠে প্রবেশ করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। সঙ্গে ছিলেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান, জাতীয় দলের সাবেক অধিনায়ক শামসুল আলম মঞ্জুসহ আরও অনেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ট্রফি নিয়ে আসা হয় মাঠে। অতিথিরা প্রথমে পদক পরিয়ে দেন ফুটবলারদের গলায়। তারপর কিংসের অধিনায়ক রবসন রবিনহোর হাতে তুলে দেন চ্যাম্পিয়নের ট্রফি। সেই ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন লেখা বোর্ডের পেছনে দাঁড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বসুন্ধরা কিংসের ফুটবলার ও কোচিং স্টাফরা। ম্যাচ শেষ হতে আর খানিকটা সময় বাকি। বসুন্ধরা কিংস অ্যারিনার দর্শকরা উৎসব করতে শুরু করলেন। লাল রঙের ধোঁয়া উড়িয়ে চারদিক রঙিন করে তুললেন। লিগ শিরোপা জয়ের আনন্দে মেতে উঠলেন সবাই। অভিষেকের পর থেকেই টানা পঞ্চম লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। গত সপ্তাহে ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে উৎসবও করেছেন তারা। তবে নিজ মাঠে উৎসবটা বাকি ছিল। গতকাল তাও সেরে নিলেন রবসন রবিনহোরা। পুলিশ এফসির সঙ্গে ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে। পয়েন্ট হারালেও তা নিয়ে খুব একটা ভাবছেন না কোচ অস্কার ব্রুজোন। তার ভাবনায় এখন ফেডারেশন কাপের ফাইনাল। আগামী বুধবার ময়মনসিংহে মোহামেডানের বিপক্ষেই এ ফাইনাল খেলতে নামবে বসুন্ধরা কিংস। গতকাল লিগে আগের ম্যাচের একাদশে আটটি পরিবর্তন নিয়ে খেলতে নামে অস্কার ব্রুজোনের দল। এ বদলের পেছনেও ছিল ফেডারেশন কাপের ফাইনাল। বুধবারের সেই ম্যাচে দলের সেরা তারকাদের তাজাদম দেখতে চান কোচ।  ঘরোয়া ফুটবলে এক বিরল ঘটনাই ঘটাল বসুন্ধরা কিংস। ইউরোপিয়ান কিংবা আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়, মেসি-রোনালদোদের হাত ধরে বাচ্চারা মাঠে নামছে। ফটোসেশন শেষ করে বাচ্চারা মাঠ ছাড়লে খেলা শুরু হয়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলেও এমন দৃশ্য দেখা গেল। গতকাল বসুন্ধরা কিংস-পুলিশ এফসির ম্যাচে দ্য গ্রোয়িং আপ ক্লাবের বাচ্চারা ফুটবলারদের হাত ধরে মাঠে প্রবেশ করে। ফটোসেশন শেষ করে তারা মাঠ ছাড়ে। বাংলাদেশের ফুটবলে নতুন অনেক কিছুই বসুন্ধরা কিংসের হাত ধরে এসেছে। আরও একটা বিরল ঘটনারই সাক্ষী হলো বসুন্ধরা কিংস অ্যারিনা। ম্যাচের বিরতিতে দ্য গ্রোয়িং ক্লাবের খুদে ফুটবলাররা মাঠে নেমে নিজেদের ফুটবলশৈলী প্রদর্শন করে। তাদের গোল করার দক্ষতা দেখে আনন্দে গর্জে ওঠে বসুন্ধরা কিংস অ্যারিনার হাজার হাজার দর্শক। লিগ শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গতকাল ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি ভাবনা ছিল না কিংসের। তবে ম্যাচের ৪৩ মিনিটে এমফন উদোহর হেডে গোল পেয়ে এগিয়ে যায় কিংস। দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ চমকে দেয় পুলিশ এফসি। ৫০ মিনিটে মাহদী ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে সমতায় ফেরান পুলিশ এফসিকে। ৬৯ মিনিটে এডওয়ার্ড মরিয়ো ডি বক্সের ভিতরে ঢুকে জোরালো শটে গোল করে পুলিশকে এগিয়ে দেন। এ মরিয়োই ম্যাচসেরার পুরস্কার নেন সাবেক অধিনায়ক শামসুল আলম মঞ্জুর হাত থেকে। বসুন্ধরা কিংসের সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭১ মিনিটে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান ডরিয়েলটন।

ম্যাচের পর ট্রফি হাতে পেয়ে উল্লসিত কোচ অস্কার ব্রুজোন বললেন, ‘আমরা এই দিনটায় কেবল উৎসব করতে চাই।’ এবার ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে ভাবতে বসবেন তিনি। অধিনায়ক রবসন রবিনহোও ফেডারেশন কাপটা হাতে তুলেই উৎসবের ষোলোকলা পূর্ণ করতে চান। এদিকে রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে ফটিস এফসি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব গোলশূন্য ড্র করেছে। গোল করার মতো কেউ সুযোগ তৈরি করতে পারেনি।

সর্বশেষ খবর