রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

যে রেকর্ড শুধুই রবসনের

ক্রীড়া প্রতিবেদক

যে রেকর্ড শুধুই রবসনের

স্বাধীনতার পর ১৯৭৪ সাল থেকে ঘরোয়া ফুটবল আসরে বিদেশি খেলোয়াড়রা খেলছেন। এর মধ্যে বিশ্বকাপ খেলা কজন ফুটবলারও রয়েছেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো যে রেকর্ড গড়েছেন, তা অন্যরা পারেননি। শ্রীলঙ্কার ডিফেন্ডার পাকির আলী বাংলাদেশের ঘরোয়া আসরে প্রথম খেলোয়াড়, যিনি হ্যাটট্রিক চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন। ১৯৮১ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে ঢাকা আবাহনীতে তার অভিষেক হয়। প্রথম আসরে তিনি শিরোপার অংশীদার হন। এরপর ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে আবাহনীতে খেলেই টানা তিনবার চ্যাম্পিয়নের স্বাদ পান। পাকির আলী খেলেন টানা আট মৌসুম। শিরোপার স্বাদ পেয়েছেন চারবার। তবে টানা নয়। বসুন্ধরা কিংসের রবসনই এক্ষেত্রে ব্যতিক্রম। কিংস অভিষেকের পর টানা পাঁচবার পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। ২০১৮-১৯ মৌসুমে রবসন বাংলাদেশে খেলেননি। ২০১৯-২০ মৌসুমেও তিনি ছিলেন না। অবশ্য সেবার লিগ মাঠে গড়ালেও করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত হয়।  ২০২০-২১ মৌসুমে ব্রাজিলের রবসনকে উড়িয়ে আনে কিংস। অভিষেক হওয়ার পর ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ এবার নিয়ে টানা চারবর এক দলে খেলেই লিগ জয়ের রেকর্ড গড়লেন এ ব্রাজিলিয়ান। এর মধ্যে আবার টানা দুই মৌসুম রবসন অধিনায়ক ছিলেন কিংসের।  আবাহনীর আইডু ইব্রাহিম ও সামাদ ইউসুফ টানা তিনবার লিগ জিতলেও বিদেশি ফুটবলার হিসেবে কিংসের রবসন রবিনহোই শুধু টানা চারবার শিরোপা জেতার রেকর্ড গড়েছেন। শুধু তাই নয়, ফেডারেশন কাপের ফাইনাল জিতলে রবসনই হবেন প্রথম বিদেশি অধিনায়ক, যার নেতৃত্বে কোনো দল এক মৌসুমে ট্রেবল জিতবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর