শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

ম্যানসিটি নাকি আর্সেনাল?

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটি নাকি আর্সেনাল?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ পাঁচ লিগে অনেক আগেই চারটিতে চ্যাম্পিয়ন দলের নাম নিশ্চিত হয়ে গেছে। স্পেনে রিয়াল মাদ্রিদ, ইতালিতে ইন্টার মিলান, জার্মানিতে বায়ার লেভারকুজেন এবং ফ্রান্সে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে। বাকি কেবল ইংলিশ প্রিমিয়ার লিগ। এ লিগে প্রায়ই চ্যাম্পিয়ন দলের নাম জানতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবারও করতে হলো। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন। ২০ দলের ১০ ম্যাচ শুরু হবে একই সময়ে। বাংলাদেশ সময় রাত ৯টায়।

লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচে তারা ২৭ জয় ও ৭ ড্রয়ে সংগ্রহ করেছে ৮৮ পয়েন্ট। সমান ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৮৬ পয়েন্ট। গানাররা আছে দুই নম্বরে। শিরোপার দৌড়ে কয়েক সপ্তাহ আগেও টিকে ছিল লিভারপুল। তবে কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়ে লড়াই থেকে ছিটকে গেছে অলরেডরা। তাদের সংগ্রহ ৩৭ ম্যাচে ২৩ জয় ও ১০ ড্রয়ে ৭৯ পয়েন্ট।

আজ ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ওয়েস্ট হ্যামের। পয়েন্ট তালিকায় ৩৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ওয়েস্ট হ্যাম। প্রথম লেগে তারা ম্যানসিটির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে। এবারেও ম্যানসিটির পাল্লাই ভারী। তারা জিতলেই টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে ম্যানসিটি। ড্র করলে অবশ্য চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না। সেক্ষেত্রে আর্সেনাল জিতলে তারাই হবে চ্যাম্পিয়ন। তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৮৯ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আর্সেনালই শিরোপা পাবে। আর্সেনাল আজ মুখোমুখি হবে এভারটনের। ৩৭ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে এভারটন অবস্থান করছে ১৫ নম্বরে। চলতি মৌসুমে খুবই বাজে সময় কেটেছে দলটার। আর্সেনালের কাছে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছে এভারটন। আজও আর্সেনালই জিততে পারে। গানারদের চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছে ম্যানসিটির পয়েন্ট হারানোর ওপর। অন্যদিকে ম্যানসিটি জিতলে আর কোনো হিসেব থাকছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০০৪ সালে। এরপর থেকেই লিগে শিরোপা নেই তাদের।

সর্বশেষ খবর