শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

কিংস অ্যারিনা দেখে অভিভূত নাজমুল

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনা দেখে অভিভূত নাজমুল

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ট্রফি দিতে গতকাল কিংস অ্যারিনায় এসেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনো পুরোটা দেখা হয়নি। তবে বাইরে থেকে দেখে যতটা বুঝেছি, খুবই সুন্দর। মাঠটা নিশ্চিতভাবে খুবই ভালো। ভিতরটা দেখা হয়নি। তবে আন্তর্জাতিক মানেরই বানিয়েছে।’ স্পোর্টস কমপ্লেক্স নিয়ে মন্ত্রী বলেন, ‘যে কোনো দেশের খেলাধুলার উন্নয়নের জন্য সরকার তো স্টেডিয়াম করবেই। তবে উন্নয়নের জন্য প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। তিনি বসুন্ধরা গ্রুপের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।’

বসুন্ধরা কিংস এই স্পোর্টস কমপ্লেক্স করেছে। তাদের দেখে অন্যদেরও এগিয়ে আসতে হবে। ’

বসুন্ধরা কিংস ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে বলে মনে করেন তিনি। মন্ত্রী বলেন, ‘আবাহনী, মোহামেডান আরও যারা আছে সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছে। বসুন্ধরা কিংস ভালো খেলেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে।’

সর্বশেষ খবর