শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা
নিকোলাস জেরি

ইতালিতে প্রথম ফাইনাল

ইতালিতে প্রথম ফাইনাল

চিলির টেনিস তারকা নিকোলাস জেরি ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি মাস্টার্স সিরিজের কোনো টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করলেন। ইতালিয়ান ওপেনে ফাইনাল খেলবেন তিনি। প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জেভরভ। ২৮ বছরের নিকোলাস সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টমি পলকে তিন সেটের লড়াইয়ে ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন। এর আগে এটিপি ২৫০ সিরিজের তিনটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত বছর জয় করেছেন চিলি ওপেন ও জেনেভা ওপেন।

২০১৯ সালে জয় করেছেন সুইডিশ ওপেন। মাস্টার্স সিরিজের কোনো টুর্নামেন্টে এবারই প্রথম ফাইনাল নিশ্চিত করলেন নিকোলাস।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর