শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা
ঝড়ের কবলে হিউস্টন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সিরিজ নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্রে। ২ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। নাজমুল হোসেন শান্তরা গ্রুপের প্রথম ম্যাচ খেলবেন ৮ জুন। তার আগে প্রস্তুতি হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবেন। প্রথম ম্যাচ ২১ মে। ভেন্যু হিউস্টন। তবে ম্যাচ হবে কি না এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ হিউস্টনের ওপর দিয়ে শক্তিশালী হারিকেনের প্রভাবে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। তাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাচের ভেন্যু প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স। স্টেডিয়ামে কিছু অস্থায়ী স্থাপনা বসানো হয়েছিল। ঝড়ে তা ভেঙে চুরমার। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ভেলাপেনা তার ব্যক্তিগত ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন প্রথম ম্যাচ নয়, সিরিজ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।

পিটার লিখেছেন, ‘২১ মে শুরু হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সিরিজ ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় বয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত সব স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। এমন প্রাকৃতিক দুর্যোগে ম্যাচ হওয়া কঠিন।’ তিনি এটাও লিখেছেন ‘বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এখানকার আবহাওয়াবিদরা তাই বলেছেন।’

হিউস্টনে পৌঁছে বৃষ্টির বাধার মুখে পড়েন নাজমুলরা। বৃষ্টির প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশ দলের কর্মসূচি। অনুশীলনে নামার কথা থাকলেও তাও বৃষ্টির জন্য অনিশ্চিত। টাইগারদের তখন হোটেলে অলস সময় পার করতে হতে পারে। ১০ জুন বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ লড়বে নাসাউতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে। পেসার তাসকিন আহমেদ সহঅধিনায়ক হয়ে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও ইনজুরিতে তিনি পুরোপুরি ফিট নন। তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে নামিয়ে তার ফিটনেস পরীক্ষা করতে চেয়েছিলেন কোচ।

 

সর্বশেষ খবর