শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

অপরাজিত শিরোপার রেকর্ড লেভারকুজেনের

ক্রীড়া ডেস্ক

অপরাজিত শিরোপার রেকর্ড লেভারকুজেনের

আগেই  বুন্দেসলিগায় শিরোপা জিতেছে লেভারকুজেন। গতকাল অগসবার্গকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। এখন তাদের সামনে ট্রেবল জয়ের সুযোগ। এর মধ্যেই বেনফিকাকে পেছনে ফেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে। মৌসুমে আরও দুটি ম্যাচ বাকি তাদের। দুটিই ফাইনাল। একটি জার্মান কাপ আরেকটি ইউরোপা লিগ। এ দুই ফাইনাল জিতে অপরাজিত ট্রেবল জয়ের হাতছানি লেভারকুজেনের। গতকাল ম্যাচ শেষে বুন্দেসলিগায় অনন্য ট্রফিটাও উঁচিয়ে ধরেছে জাবি     আলনসের দল। 

সর্বশেষ খবর