শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

‘দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারানো উচিত’

ক্রীড়া প্রতিবেদক

‘দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারানো উচিত’

টি-২০ বিশ্বকাপ শুরু ১২ দিন পর। ২০ ওভারের বিশ্বকাপ শুরু হবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ দিয়ে। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে অংশ নিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। নাজমুল বাহিনী খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের বাকি চার দল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও দুই আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস ও নেপাল। ২০ দল আসরে চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। নাজমুল বাহিনীকে পরের রাউন্ডে খেলতে নেদারল্যান্ডস ও নেপালের বাইরে হারাতে হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার যেকোনো এক দলকে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা গতকাল অলিম্পিক ভবনে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভবনা নিয়ে কথা বলেন সেখানে মিডিয়ার মুখোমুখিতে মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে। যদিও সেটা ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার যেকোনো একটা দলের বিপক্ষে জিততে হবে মনে হয়। আশা করি- ইনশাআল্লাহ দল ভালো করবে।’ টি-২০ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে নাজমুল বাহিনী। আজ, ২৩ ও ২৫ মে ম্যাচ তিনটি হবে হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ তিনটির পর বিশ্বকাপের মূল মঞ্চে নামবে টাইগাররা। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কা, ১০ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট কমপ্লেক্সে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন সেন্ট ভিন্টসে নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ। দুটি সহযোগী দেশ হলেও টি-২০ ক্রিকেট বলে সহজ প্রতিপক্ষ নয়। তাই সবগুলো ম্যাচ জয়ের টার্গেটেই খেলা উচিত বলেন মাশরাফি, ‘নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন, তাহলে তো কঠিন। ’

 

সর্বশেষ খবর