সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারত-পাকিস্তানকেও হুমকি দিয়ে রাখল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানকেও হুমকি দিয়ে রাখল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সিরিজ হারানোর পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল দৃঢ় কণ্ঠে বলেছিলেন, নতুন হলেও টি-২০ বিশ্বকাপেও আমরা জ্বলে উঠব। অভিষেক ম্যাচে কানাডাকে শোচনীয়ভাবে হারিয়ে তা প্রমাণও দিয়েছে তারা। জয় তো আছেই, যে মারমুখী ব্যাটিং করেছে ব্যাটাররা তা দেখে বিস্মিত বিশ্ব ক্রিকেট। দলে অধিকাংশ ভিনদেশি ক্রিকেটার থাকলেও যুক্তরাষ্ট্র ব্যাটে-বলে যেমন দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে তা ছিল ধারণার বাইরে। একই গ্রুপে ক্রিকেটে দুই শক্তিশালী দেশ ভারত ও পাকিস্তান এবং আয়ারল্যান্ড রয়েছে। স্বাভাবিকভাবে অনেকে নিশ্চিত সুপার এইটে জায়গা করে নিতে দুই দেশের কোনো সমস্যা হবে না। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটাই দেখার বিষয়। ক্রিকেট বিশেষজ্ঞরা যাই বলুক না কেন, যুক্তরাষ্ট্রের অধিনায়ক প্যাটেলের মুখে আত্মবিশ্বাসের সুর। গতকাল কানাডাকে হারানোর পর তিনি জোর গলায় বলেছেন, ‘এখানেই আমরা থেমে থাকতে চাই না। মাঠে যখন নেমেই গেছি আমাদের টার্গেট শুধুই জয়।’ গ্রুপে তো ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দেশ আছে তাদেরও কি হারানো সম্ভব? মোনাঙ্কের কথা, ‘ক্রিকেটে অসম্ভব বলে কোনো শব্দ নেই। ওরা অবশ্যই শক্তিশালী দল তারপরও আমরা জেতার জন্য নামব। বাংলাদেশও তো বিশ্ব ক্রিকেটে শক্তিশালী দেশ। তাদের যদি হারাতে পারি ভারত ও পাকিস্তান নয় কেন? মনে রাখবেন দেশটির নাম যুক্তরাষ্ট্র। যারা শুধু জিততেই জানে।’

সর্বশেষ খবর