মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা
অপরাজিত চ্যাম্পিয়ন

বাংলাদেশের চারে চার

বঙ্গবন্ধু কাপ কাবাডির পর্দা নামল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের চারে চার

আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় দলীয় খেলার মধ্যে অন্যরা যা পারেনি, তা করে দেখাল জাতীয় খেলা কাবাডি। বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় টানা চার আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ফুটবল, ক্রিকেট, হকি বা কোনো দলীয় খেলায় আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য নেই বাংলাদেশের। গতকাল সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৪৫-৩১ পয়েন্টে নেপালকে পরাজিত করে বিজয়ের হাসি হাসে। প্রথমার্ধে চ্যাম্পিয়নরা ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল। এর আগে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অধিনায়ক আরদুজ্জামান মুন্সী দেশকে শিরোপা উপহার দিয়ে তাঁর কাবাডির ক্যারিয়ারের ইতি টানেন। ফাইনালের সেরা পুরস্কারও জিতে নেন। সেরা রেইডার হন মো. মিজানুর রহমান। টুর্নামেন্ট-সেরা হন রানার্সআপ নেপালের ঘনশ্যাম রোকা মাগার। ফাইনালে ইনডোর স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ।

ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর