মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড মাঠে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড মাঠে নামছে আজ

টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারও অন্যতম ফেবারিট। জশ বাটলারের ইংল্যান্ডের প্রতিপক্ষ প্রতিবেশী স্কটল্যান্ড। ‘ব্রেভহার্ট’ খ্যাত স্কটিশদের বিপক্ষে সিংহ হৃদয়ের ইংলিশরা খেলবে বারবাডোসে। বাটলারদের শিরোপা ধরে রাখার ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় গায়ানায় খেলবে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলতে আসা উগান্ডা। আফ্রিকান অঞ্চল থেকে বাছাই পর্ব টপকে প্রথমবার বিশ্বকাপ খেলছে দলটি। উগান্ডা পেছনে ফেলেছে জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো দলকে। উগান্ডার প্রতিপক্ষ রশিদ খানের আফগানিস্তান। রশিদ খান এবারের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন দেখছেন।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ইংল্যান্ড দলে ফিরেছেন ফাস্ট বোলার জোফরা আর্চার। দলটি প্রথম টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে ২০১০ সালে। এবার খেলছে ‘বি’ গ্রুপে। গ্রুপের বাকি চার দল স্কটল্যান্ড, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নামিবিয়া ও ওমান। গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার মূল ফেবারিট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত আসরের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনে নামছে আজ। স্কটল্যান্ড প্রথম আসর থেকেই খেলছে। এবার খেলছে ষষ্ঠবারের মতো। উগান্ডা খেলছে প্রথমবার। গতকাল দলটির অধিনায়ক ব্রায়ান মাসাবা জানিয়েছেন, প্রথম ম্যাচে মাঠে নামার আগে তারা বাড়তি চাপ অনুভব করছেন। তবে পুরো দেশের আশা কাঁধে নিয়েই খেলতে নামছেন, ‘আমাদের জন্য সত্যিই বিশাল ম্যাচ। বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ, ইতিহাসে উগান্ডার হয়ে প্রথম, তাই আমরা মাঠে নামতে খুব রোমাঞ্চিত। অবশ্যই কিছুটা স্নায়ুচাপ কাজ করছে।’

 

 

সর্বশেষ খবর