মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

স্বপ্ন বড় দেখতে হয় বললেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন বড় দেখতে হয় বললেন সৌম্য

ছন্দ ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন সৌম্য সরকার। কোনো ম্যাচে আলোকিত ইনিংস খেলছেন, কোনো ম্যাচে আবার পুরোপুরি ব্যর্থ। তার পরও টিম ম্যানেজমেন্ট চলমান টি-২০ বিশ্বকাপে আস্থা রেখেছে সৌম্যর ওপর। ভারতের বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। সাজঘরে ফেরার সময় এক দর্শক  বলেন, ‘সৌম্য সরকার, আপনি তো এখন শূন্য সরকার!’ সেই সৌম্য চলমান টি-২০ বিশ্বকাপে নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কথা বলেছেন বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রিন-রেড স্টোরিতে। ভিডিওবার্তায় সৌম্য সেমিফাইনাল নয়, ফাইনালের স্বপ্নের কথা বলেন, ‘আমি সব সময় উঁচুতে দেখি, বড় স্বপ্ন দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা আমার ব্যক্তিগত চিন্তা। আমি সব সময় স্বপ্ন বড় দেখতে পছন্দ করি। আমার লক্ষ্য কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব, না, ফাইনাল খেলতেই যাব। ফলের কথা পরে আসবে। মাঠের খেলার ওপর ফল নির্ভর করবে। তবে স্বপ্ন বড় দেখাটা গুরুত্বপূর্ণ বিষয়।’ শুধু টি-২০ বিশ্বকাপ নয়, ২০২৪ সাল স্মরণীয় করে রাখতে চান সৌম্য। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি প্রথম আসরে সুপার এইট। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল। এবার স্বপ্ন আকাশ ছোঁয়ার সমান! সৌম্য চতুর্থবার খেলছেন। প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন ২০১৫ সালে। সেবারের মতো এবারও রোমাঞ্চ অনুভব করবেন, ‘যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলা আমাদের সবার স্বপ্ন। ২০১৫ সালে যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এবারও সেই একই রোমাঞ্চ কাজ করবে।’ অধিনায়ক নাজমুল শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন সৌম্য, ‘শ্রীলঙ্কা সিরিজে যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছিলাম, আমি মুগ্ধ।

 

সর্বশেষ খবর