শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ওয়েস্ট ইন্ডিজের টানা তিন জয়

বিদায়ের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের টানা তিন জয়

টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ওঠার পর উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা - ক্রিকইনফো

পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে আফগানিস্তান যদি আজ জিতে যায়, তাহলে দেশটির পয়েন্ট হবে তিন জয়ে ৬। গ্রুপ ‘সি’ থেকে টানা তিন জয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল সকালে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জয়ের পর সুপার এইট নিশ্চিত হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আফগানিস্তানের পর ক্যারিবীয়দের বিপক্ষে হারের পর টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের। যদিও দলটির ম্যাচ বাকি দুটি, পিএনজি ও উগান্ডার বিপক্ষে। ম্যাচ দুটি জিতলেও কোনো লাভ হবে না দলটির। কাল পিএনজির বিপক্ষে জিতলেই ৩ জয় হবে আফগানিস্তানের। তখন ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ১৮ জুন। ওই দিনই নিউজিল্যান্ডের প্রতিপক্ষ পিএনজি। আগামীকাল নিউজিল্যান্ডের প্রতিপক্ষ উগান্ডা।

টস জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক ক্যারিবীয়দের। টারবোতে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে রভম্যান পাওয়েলের দল। সর্বোচ্চ ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শারফেন রুদারফোর্ড। ৩৯ বলের ইনিংসটিতে ছিল ২ চার ও ৬ ছক্কা। কিউইদের পক্ষে ৩ উইকেট নেন বাঁ হাতি সুইং বোলার ট্রেন্ট বুল্ট। ১৫০ রানের টার্গেটে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৩৬ রান করে নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসন ১ রান করেন। এ ছাড়া সর্বোচ্চ ৪০ রান করেন গ্লেন ফিলিপস। ৩৩ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। এ ছাড়া ফিন অ্যালেন ২৬ রান করেন। ফাস্ট বোলার আলঝারি জোশেপ ৪ ওভারের স্পেলে ১৯ রানের খরচে নেন ৪ উইকেট। গুডাকেশ মোতি ২৫ রানের খরচে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন শেরফোন রুদারফোর্ড।

 

 

সর্বশেষ খবর