শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বড্ড কাহিল কোহলি

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। দলে আরও তারকা ক্রিকেটার রয়েছেন। তবে মূল আগ্রহটা বিরাট কোহলিকে ঘিরে। শুধু ভারত বললে ভুল হবে, অন্য দলের সমর্থকরা কোহলিকে গুরুত্ব দিয়ে থাকেন। না দিয়েও উপায় নেই। তার ব্যাট থেকে যেন আগুনের ফুলকি বেরোয়। ছক্কা আর চার হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। অথচ বিশ্বকাপে ডেঞ্জার ব্যাটার কোহলিকে বড্ড কাহিল মনে হচ্ছে। গ্রুপের টানা তিন ম্যাচ জিতে ভারত সুপার এইট নিশ্চিত করেছে। কিন্তু কোহলির ব্যাট কোনোভাবেই কথা বলছে না। অবাক হলেও সত্যি, তিন ম্যাচে সুপার ফ্লপ তিনি। যিনি চোখের পলকেই সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করে ফেলেন, সেই কোহলি তিন ইনিংস খেলে ২ অঙ্কের রানও তুলতে পারেননি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১, পাকিস্তান ৪ ও যুক্তরাষ্ট্রের ম্যাচে শূন্য করে সাজঘরে ফিরে গেছেন। তিন ম্যাচে সব মিলিয়ে তার রান ৫; যা কোহলির নামের সঙ্গে বড্ড বেমানান। ১২০ ম্যাচে ১১২ ইনিংসে কোহলির রান ৪ হাজার ৪২।

, যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ১২২।

সেই দুরন্ত কোহলি বিশ্বকাপে এত কাহিল কেন? আইপিএলের ক্লান্তি কি এখনো দূর হয়নি? নাকি এর ভিতরে কোনো কিন্তু কাজ করছে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর