মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মুশতাককে পাচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

মুশতাককে পাচ্ছে না বিসিবি

টি-২০ বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দীর্ঘকায় লেগ স্পিনার টপ স্পিন, গুগলি, ফ্লিপার- সবকিছুতেই বোকা বানিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। আসরে উইকেট নিয়েছেন ১৪টি। রিশাদকে শানিত করেছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপের বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পাকিস্তানি বংশোদ্ভূত কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি নবায়নের কথা ভাবলেও আগামী ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্পিন কোচ হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন মুশতাক। সেজন্য টাইগারদের স্পিন কোচ চুক্তির মেয়াদ বাড়াতে নতুন করে চুক্তি করছে না। যদিও বিসিবি মুশতাকের বিষয়টিকে সরাসরি স্বীকার করেনি। অবশ্য অনিশ্চয়তার কথা জানিয়েছে। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন চুক্তির বিষয় নিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে আমাদের সঙ্গে মুশতাক আহমেদের যোগাযোগ হয়েছে, তার কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট দিন চেয়েছিলাম। তখন সেটা সম্ভব ছিল না উনার পক্ষে। কারণ আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছাড়াও তার আরও কিছু চুক্তি আছে। তখন শুধু টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুকু পর্যন্ত টুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। যদি সম্ভব হয় ডিসেম্বরের পর সময় পেলে মুশতাক সময় দেবেন।’ আগামী মাসে পাকিস্তান সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবি চেয়েছিল, মুশতাক টাইগারদের সফরসঙ্গী হোক।

সর্বশেষ খবর