বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান ওয়ার্নার

জানুয়ারিতে টেস্টকে বিদায় বলার পর টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ানডে থেকেও বিদায় নেন ২০২৩ সালে বিশ্বকাপ জিতে। তবে দলের প্রয়োজনে তিনি আবার ৫০ ওভারের ম্যাচে ফিরতে চান। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ওয়ার্নার তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বলেছেন, আপাতত ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন দীর্ঘ পরিসরে। এতদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া ছিল আমার দল। আমার ক্যারিয়ারে বড় অংশই ছিল আন্তর্জাতিক পর্যায়ের। সেখানে খেলতে ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। পাশাপাশি সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে চাই আমি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে। আর নভেম্বরে পাকিস্তান।

ওয়ার্নার বলেন, বিদায় বললেও আমি চাই পাকিস্তানে দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। অবশ্য অস্ট্রেলিয়া বোর্ড রাজি থাকলে। তারপরও আমাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দিলে খুশি হব। অবসর ভাঙার পরও কেন জানি মন বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে দেশকে কিছু দিতে পারব।

সর্বশেষ খবর