শিরোনাম
বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

উয়েফা ইউরো কাপে ১৯৮৪ সালে স্পেনকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপে আরও একটি ফাইনাল নিশ্চিত করল স্পেন। গতকাল সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালাইঞ্জ অ্যারিনায় ফরাসিদের ২-১ গোলে হারিয়েছে স্পেনীয়রা। পঞ্চমবারের মতো ইউরো কাপের ফাইনাল নিশ্চিত করল স্পেন। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় তারা। হেরে যায় ১৯৮৪ সালে। গতকাল ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পে ডি বক্সের বাম দিক থেকে পাস দেন। ডি বক্সের ভিতর থেকে হেডে বল জালে জড়ান র‌্যান্ডাল কোলো মুয়ানি। ফরাসিদের আধিপত্যে শুরু হয় ম্যাচটা। তবে স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল ইতিহাস গড়ে দলকে সমতায় ফেরান। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন তিনি। ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে বল জালে জড়ান ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে রেকর্ডটা ছিল সুইজারল্যান্ডের ইয়োহান ভনলানটেনের। তিনি ১৮ বছর ১৪১ দিন বয়সে ২০০৪ সালের ইউরোতে গোল করেন। ইয়ামালের গোলের চার মিনিট পর দানি ওলমো গোল করেন। স্পেন এগিয়ে যায় ২-১ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

সর্বশেষ খবর