শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
ক্রেজিকোভা-জেসমিন লড়াই

কে হবেন নতুন চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

কে হবেন নতুন চ্যাম্পিয়ন

উইম্বলডনে নারী এককের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেজিকোভা এবং ইতালির জেসমিন পাওলিনি। বারবারা এর আগে ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তিনি পরাজিত করেন রাশিয়ার আনাস্তাসিয়াকে। এরপর আর কোনো গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে পারেননি তিনি। ২৮ বছর বয়সি এই চেক মেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জিততে পারেন আজ। ইতালির মেয়ে জেসমিন পাওলিনি বয়সের দিক দিয়ে মাত্র ১৭ দিনের ছোটো ক্রেজিকোভার চেয়ে। কাছাকাছি বয়সের দুই তারকার লড়াইয়ে জিতবেন কে? জেসমিন আগে কখনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনাল তো বটেই, সেমিফাইনাল এমনকি কোয়ার্টার ফাইনালও খেলেননি। প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমে কি বাজিমাত করতে পারবেন তিনি! তবে যেই জিতুক আজ, উইম্বলডনে নতুন রানির অভিষেক হবে। ২০১৬ সালের পর থেকে প্রতিবারই উইম্বলডনের নারী এককে নতুন চ্যাম্পিয়ন দেখছেন দর্শকরা। ২০১৭ সালে গারবিন মুগুরুজা, ২০১৮ সালে অ্যাঞ্জেলিক কারবার, ২০১৯ সালে সিমোনা হালেপ, ২০২১ সালে অ্যাশলে বার্টি (২০২০ সালে করোনার কারণে বাতিল), ২০২২ সালে এলেনা রিবাকিনা এবং ২০২৩ সালে মারকেটা উইম্বডলন জয় করেন। এবার কে হবেন নতুন রানি!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর