সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নিগারদের জীবনবাজির ম্যাচ আজ

আজ এশিয়া কাপ ক্রিকেটে থাইল্যান্ডের বিপক্ষে জীবনবাজির ম্যাচ। যদি কোনো কারণে হেরে যায়, তাহলে সেমিফাইনাল খেলার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বিদায় নেবে ২০১৮ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নিগারদের জীবনবাজির ম্যাচ আজ

নিগার সুলতানা

পুরুষ দলের মতো নারী ক্রিকেট দলেরও একই সমস্যা। ওপরের সারির ব্যাটাররা রান করতে পারছেন না। দায়িত্ব নিতে ব্যর্থ হচ্ছেন। দায়িত্বহীন ব্যাটিং করছেন। যার খেসারত গুনছে দল। নারী টি-২০ এশিয়া কাপে বাংলাদেশ খেলতে গেছে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছেন নিগার সুলতানারা। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার বাহিনী। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। প্রথম জয়ে শ্রীলঙ্কা সেমিফাইনালের পাইপলাইনে উঠে গেছে। নিগার বাহিনীর সম্ভাবনা শেষ হয়ে গেছে, এমন নয়। সেমিফাইনালে খেলতে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিততেই হবে। আজ থাইল্যান্ডের বিপক্ষে জীবনবাজির ম্যাচ। যদি কোনো কারণে হেরে যায়, তাহলে সেমিফাইনাল খেলার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বিদায় নেবে ২০১৮ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিগার বাহিনীর পরের ম্যাচ ২৪ জুলাই, প্রতিপক্ষ মালয়েশিয়া। নিগার, মারুফা, নাহিদা আক্তারদের আজকের প্রতিপক্ষ থাইল্যান্ড ইতোমধ্যেই ২২ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। গ্রুপ ‘এ’-তে গতকাল দুুপুরে ফেবারিট ভারত খেলেছে সংযুক্ত আরব আামিরাত এবং সন্ধ্যায় পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নেপাল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটে পাকিস্তানকে এবং নেপাল ৬ উইকেটে আরব আমিরাতকে হারিয়েছে।

ছয় বছর আগে ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। এরপর দেশের নারী ক্রিকেটে জাগরণের শুরু। সারা দেশ থেকে নারী ক্রিকেটার উঠে আসছে। কিন্তু নতুন বলে ব্যাটাররা তেমন পারফরম্যান্স করতে পারছে না। গত পরশু ডাম্বুলার রাঙ্গিলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বোলিং আক্রমণে ৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১৮ রান তুলতে হারিয়েছিল ৪ উইকেট। সেই ধাক্কা সামলে নেন অধিনায়ক নিগার, তরুণী স্বর্ণা আক্তার ও রাবেয়া খাতুন। নিগার ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ৫৯ বলে। চার চারের দুটি আবার মারেন টানা। লেট অর্ডারে স্বর্ণা ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ১৪ বলে ৪ চারে। টানা তিনটি ছিল ১৮ নম্বর ওভারে। শেষ দিকে রাবেয়া ১৪ বলে ১০ রান করে। তিনজনের দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৪৪ রান করে। নারী ক্রিকেটাররা প্রতিপক্ষের যে ৩ উইকেট নিয়েছেন, সবগুলোই নিয়েছেন বাঁ হতি স্পিনার নাহিদা আক্তার। সেমিফাইনাল খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অলআউট ক্রিকেট খেলতে হবে। আজ পারফরম্যান্স করতে হবে ওপরের সারির ব্যাটারদের। মারুফা আক্তারদের আরও ক্ষুরধার বোলিং করতে হবে।

নারী টি-২০ এশিয়া কাপে সবার আগে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গতকাল ডাম্বুলায় দিনের প্রথম ম্যাচে হারমান প্রীতের ভারত ৭৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। প্রথম ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ ছিল ২০১ রান। জবাবে আরব আমিরাত ১২৩ রান করে।

 

 

সর্বশেষ খবর