সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাবিনাদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন

সাবিনাদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে এবারও কি চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ? বলাটা কঠিন হলেও কেন জানি ফুটবলপ্রেমীরা এখনই সাবিনাদের ঘিরে দুশ্চিন্তায় আছেন। কারণ নারীদের ক্ষেত্রে বাফুফের উদাসীনতা ও দায়িত্বহীনতা দুটোই রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর যে সুযোগসুবিধা দেওয়ার কথা ছিল বাফুফে পূরণ করতে পারেনি। বরং প্রায় ৯ মাস সাবিনারা ফুটবল থেকে দূরে ছিলেন। এখানেই পলিটিকসটাই প্রাধান্য পাচ্ছে। যাক সাফ চ্যাম্পিয়নশিপ যেহেতু সামনে বাফুফে তৎপরতা দেখাতে শুরু করেছে। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজই ঢাকা ছাড়ছে জাতীয় দল। থিম্পুতে ২৪ ও ২৭ জুলাই ম্যাচ দুটি হবে। নারী ফুটবলে ভুটান কোনোভাবেই শক্তিশালী নয়। প্রীতি হলেও একে সাফের প্রস্তুতিও বলা যায়। নারী ফুটবলাররা চেয়েছিলেন নেপাল বা ভারতের বিপক্ষে খেলতে। অথচ বাফুফে তা গুরুত্বই দেয়নি। নতুন কোচ পিটার বাটলারের অধীনে দল কেমন খেলবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সর্বশেষ খবর