সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আর্চারি পাচ্ছে সর্বোচ্চ অনুদান

আর্চারি পাচ্ছে সর্বোচ্চ অনুদান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সময় ক্রীড়া পরিষদের অনুদানের ওপর নির্ভরশীল ছিল। ক্রিকেটের পেছনে যা ব্যয় হতো তা অধিকাংশ ছিল অনুদানের অর্থ থেকে। কিছু আবার বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে। সেই সংকটাপন্ন অবস্থা দূর হয় আরও আগেই। ক্রিকেট চলে এখন নিজস্ব ফান্ড থেকে। শুধু তাই নয়, কিছু ফেডারেশন ও দুস্থ ক্রীড়াবিদদের সহযোগিতা করছে। ফুটবল এখনো তাকিয়ে থাকে পরিষদের ফান্ডের দিকে। যদিও ফিফা থেকে বড় অনুদান আসে কখনো অর্থের পরিমাণ প্রকাশ করে না ফেডারেশন। নতুন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর নাজমুল হাসান পাপন ঘোষণা দেন আন্তর্জাতিক সাফল্য ও কর্মকান্ড দেখে অনুদান দেওয়া হবে। সেই তালিকায় এগিয়ে আর্চারি ফেডারেশন। সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমদ চপলই বলেছেন, ‘ক্রীড়া পরিষদের সর্বোচ্চ অনুদান পাবে আর্চারি।’ তবে অর্থের পরিমাণ জানাতে পারেননি। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য ক্রীড়া পরিষদ আর্চারি ফেডারেশনকেই বেছে নিয়েছে।

সর্বশেষ খবর