বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নাজমুলরা লাহোরে অনুশীলনে নামছেন আজ

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

মুলতান টেস্টকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ‘দুঃস্বপ্ন’। ২১ বছর আগে ২০০৩ সালে মুলতানে জিততে জিততে হেরে গিয়েছিল। টেস্টের প্রায় পুরোটা সময় নিয়ন্ত্রণে রেখেও হেরেছিল ইমজামাম উল হকের অতিমানবীয় সেঞ্চুরিতে। এরপর বাংলাদেশ অনেক টেস্ট জিতেছে। পাকিস্তান সফর করেছে। কিন্তু সেই মুলতান টেস্ট আলাদা জায়গা নিয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে সোমবার রাতে দুবাই হয়ে লাহোর যায়। নাজমুল শান্তরা এখন লাহোর অবস্থান করছেন। আজ থেকে ক্রিকেটাররা টানা তিন দিন অনুশীলন করবেন লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে। ১৭ আগস্ট নাজমুলরা রাওয়ালপিন্ডি যাবেন। সেখানেই ২১-২৫ আগস্ট প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট করাচিতে ৩০ আগস্ট-৩ সেপেম্বর।

নাজমুল বাহিনী গত পরশু লাহোর গেছে। বাংলাদেশ এ দলের হয়ে ইসলামাবাদ অবস্থান করছেন মুশফিকুর রহিম, মাহামুদুল হাসান জয়, মুমিনুল হকেরা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার ও পাকিস্তান সফরের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম, ‘দল এখন লাহোরে। আগামীকাল (আজ) থেকে সেখানে তিন দিন অনুশীলন করবে। এরপর ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি যাবে।’ সাকিবের দলে যোগ দেওয়া নিয়ে বলেন, ‘দুবাই থেকে আগামীকাল রাওয়ালপিন্ডিতে দলের সঙ্গে যোগ দেবেন।’

বাংলাদেশ সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তান সফর করেছিল। করোনার জন্য সেবার ওয়ানডে সিরিজ বাতিল হয়েছিল। এবার নিয়ে চতুর্থবার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেছে। সব মিলিয়ে পঞ্চমবার। ২০০১ সালে প্রথমবার এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল। এ ছাড়া ২০০৩, ২০১১ ও ২০১৯ সালে আরও তিনবার সফর করেছিল। সব সিরিজই হেরেছিল। এবার অবশ্য পাকিস্তানের মাটিতে জয়ের স্বপ্ন দেখছেন ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দেশ ছাড়ার আগে জয়ের কথাই বলেন, ‘দেশকে যেন বড় সংস্করণের ম্যাচ (টেস্ট) জেতাতে পারি। আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন।’

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১২ বারই হেরেছে। একটিমাত্র টেস্ট ড্র করেছে খুলনায়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আরও ছয়টি টেস্ট খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট এবং দেশের বাইরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও দুটি করে চারটি টেস্ট খেলবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর