Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ মার্চ, ২০১৮ ১২:৪৫ অনলাইন ভার্সন
আপডেট : ১৪ মার্চ, ২০১৮ ১২:৪৮
প্রত্যাবর্তনের মঞ্চে বড় বোনের কাছে সেরেনার হার
অনলাইন ডেস্ক
প্রত্যাবর্তনের মঞ্চে বড় বোনের কাছে সেরেনার হার

গত সেপ্টেম্বরে মা হওয়ার পর চলতি ইন্ডিয়ান ওয়েলস ওপেন-ই ছিল আনুষ্ঠানিকভাবে সেরেনা উইলিয়ামসের প্রত্যাবর্তন ঘটানোর মঞ্চ। কিন্তু সেই মঞ্চে বিশ্বের প্রাক্তন এক নম্বর সেরেনা বেশি দূর এগোতে পারলেন না। তৃতীয় রাউন্ডে হারলেন বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে। ম্যাচের ফল ৬-৩, ৬-৪।

২০১৭ সালে অস্ট্রেলিয়া ওপেন ফাইনালে এই ভেনাসকে হারিয়ে খেতাব জিতেছিলেন সেরেনা। সেরিনার বিরুদ্ধে শেষ চার সাক্ষাৎকারে এটিই প্রথম জয় ভেনাসের। যদিও দুই বোনের মুখোমুখি দ্বৈরথে এখনও পর্যন্ত ১৭-১২ এগিয়ে সেরেনাই।

ইন্ডিয়ান ওয়েলস ওপেনে দুই বোনের এই ৮৭ মিনিটের লড়াই দেখতে সোমবার রাতে মূল স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ১০ হাজার দর্শক। যার মধ্যে ছিলেন বিশ্বের বর্তমান এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপও।

ম্যাচের পরে সেরেনা বলছেন, ম্যাচটা মোটেও সহজ ছিল না। আমাকে এখনও অনেকটা পথ যেতে হবে। কখনও বলব না, সেরা ম্যাচ খেলে হেরেছি। এই মুহূর্তে অবিশ্বাস্য উন্নতি করতে হবে আমাকে। সামনের প্রতি টুর্নামেন্টেই তাই লক্ষ্য, আগের চেয়ে ভাল ফল করা।

বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/ফারজানা   

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow