শিরোনাম
২১ এপ্রিল, ২০১৮ ২১:৫৯

পয়েন্টের রেকর্ড গড়তে চান গার্দিওয়ালা

অনলাইন ডেস্ক

পয়েন্টের রেকর্ড গড়তে চান গার্দিওয়ালা

ফাইল ছবি

পাঁচ ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তাই শিরোপা নিয়ে এখন আর কোনো মাথা ব্যাথা নেই লিগের দলগুলোর। শিরোপা নিশ্চিত হওয়ায় এবার নতুন টার্গেট দাঁড় করিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়ালা। ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টে রেকর্ড গড়তে চান তিনি। ইংলিশ লিগের ইতিহাসে ২০০৪-০৫ মৌসুমে সর্বোচ্চ ৯৫ পয়েন্ট অর্জন করেছিল চেলসি। তাদের ওই রেকর্ড এবার ভাঙতে চান গার্দিওয়ালা। 

শিরোপা জয়ের দ্বারপ্রান্তেই ছিল ম্যান সিটি। শিরোপা জয়ের দৌঁড়ে শক্তপোক্তভাবে না থাকলেও সিটির পেছন-পেছন ছুটছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গত ১৫ এপ্রিল ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নের কাছে ১-০ গোলে হেরে সিটির হাতে শিরোপা তুলে দেয় ম্যান ইউ। তাই টিভি সেটের সামনে বসেই শিরোপা জয়ের উৎসব করতে হয়েছে ম্যান সিটিকে। 

নিজের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মত ইংলিশ লিগের শিরোপা জয় করেন গার্দিওয়ালা। শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে এবার নতুন টার্গেট নির্ধারণ করেছেন তিনি। ইংলিশ লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়তে চান গার্দিওয়ালা। ২০০৪-০৫ মৌসুমে চেলসির গড়া রেকর্ড ভাঙ্গতে চান তিনি। ৩৩ খেলায় ৮৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। লিগে বাকি ৫ ম্যাচ থেকে আর ৯ পয়েন্ট পেলেই চেলসির পুরনো রেকর্ড ভাঙ্গতে সক্ষম হবে সিটি। 

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর