২০ জুলাই, ২০১৮ ১২:৪০

রেকর্ড গড়ে লিভারপুলে ব্রাজিলের সেই গোলরক্ষক

অনলাইন ডেস্ক

রেকর্ড গড়ে লিভারপুলে ব্রাজিলের সেই গোলরক্ষক

দুর্দান্ত সব সেভ করে বিশ্বকাপে আলোচিত হয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। ২৫ বছর বয়সী এ তারকাকে ৬৫ মিলিয়ন পাউন্ডে রোমা থেকে নিজেদের ক্লাবে নিয়ে এসেছে লিভারপুল। এর আগে কোনো গোলরক্ষকের জন্য এত অর্থ ব্যয় করেনি ফুটবল ক্লাবগুলো।

বিশ্বকাপের পর ছুটি কাটাচ্ছিলেন অ্যালিসন বেকার। কিন্তু লিভারপুলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য তাতে ছেদ পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় লিভারপুলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি।

 ছয় বছরের জন্য ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের সঙ্গে চুক্তি করেছেন অ্যালিসন বেকার

তবে তাতে অখুশি নন বেকার, আমি সত্যিই খুশি। এমন সম্মানজনক জার্সি পরার সুযোগ পেয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই ক্লাব ও পরিবারের অংশ হওয়াটা আমার জীবন ও ফুটবল ক্যারিয়ারে অনেক বড় একটি পদক্ষেপ। আপনারা নিশ্চিত থাকতে পারে আমার সবটুকু আমি উজাড় করে দেব।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, 'দীর্ঘ সময় ধরেই অ্যালিসন সেরা গোলরক্ষকদের একজন। ক্লাব তাকে চুক্তিবদ্ধ করার সুযোগ আমাদের দিয়েছে।' সূত্র গার্ডিয়ান

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর