২২ জুলাই, ২০১৮ ০৯:১৩

মাঠে ফিরেই ওয়ার্নারের গর্জন!

অনলাইন ডেস্ক

মাঠে ফিরেই ওয়ার্নারের গর্জন!

সংগৃহীত ছবি

মাঠে ফিরলেন নির্বাসিত ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার মাঠেই ব্যাট হাতে সামনে আসলেন এই মারকুটে ব্যাটসম্যান। আর ২২ গজের ক্রিজে নেমেই ক্রিকেট বিশ্বকে জানায় দিলেন, বেশ কয়েকদিন ক্রিকেট থেকে সরে গেলেও ব্যাটিংয়ে একটুও মরচে পরেনি তার। ডারউইন স্ট্রাইক লিগে ৩২ বলে ৩৬ রান করে ওয়ার্নার বুঝিয়ে যত কিছুই হোক, ওয়ার্নার আছেন ওয়ার্নারের মতোই।

বল-বিকৃতির জন্য ওয়ার্নার এখন নির্বাসিত। সেই শাস্তি কাটিয়ে আগামী বছরের গোড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা এই বাঁ হাতি ব্যাটসম্যানের। জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে দেশের হয়ে নাকি খেলবেন ওয়ার্নার।

শাস্তির মেয়াদ উত্তীর্ণ হলেই তিনি নেমে পড়বেন মাঠে। তবে মাঠে নেমে পারফরম্যান্স দিতে হলে দরকার ফিটনেস। ফিটনেসের দিক থেকে যাতে ভাল জায়গায় থাকেন ওয়ার্নার, সেই কারণেই তিনি ব্যাট হাতে নেমে পড়ছেন। নিজেকে তৈরি রাখছেন পরের বছরের জন্য।  

বিশ্বকাপের আগে তিনি আইপিএল-এ খেলবেন বলেও স্থির করে ফেলেছেন। ফলে সব মিলিয়ে আগামী বছর নতুন এক ওয়ার্নারকে দেখা যাবে। তার জন্যই নিজেকে এখন থেকেই তৈরি করছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান। 

বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর