শুরুটা করে দিয়েছিলেন দুই ওপেনারই। এরপর সোবহানা মোস্তারির ব্যাটেও আসে রান।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাকি ব্যাটারদের কল্যাণে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার শারজাহতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল।টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ১৪ বলে ১২ রান করে মিড অনে ক্যাচ দিয়ে ফিরে যান মুর্শিদা খাতুন, ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন ওপেনার সাথী রাণী।
তাদের জুটিতে ভর করে দলীয় পঞ্চাশ পেরোয় বাংলাদেশ। ৩২ বলে ২৯ রান করে ফ্রেসারের বলেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাথী। অনেকদিন ধরে রান খরায় ভোগা সোবহানা হাফ সেঞ্চুরি অবশ্য পাননি।
৩৮ বলে ৩৬ রান করে স্টাম্পিংয়ের শিকার হয়ে যান সোবহানা। এরপর দলের হয়ে বাকি দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক বল বাকি থাকতে আউট হন তিনি, ১৮ বলে করেন ১৮ রান।
বিডি প্রতিদিন/জুনাইদ