১৪ অক্টোবর, ২০১৭ ১১:৩২

ব্লু হোয়েল গেমের সবচেয়ে বেশি ইন্টারনেট সার্চ বরিশালে!

অনলাইন ডেস্ক

ব্লু হোয়েল গেমের সবচেয়ে বেশি ইন্টারনেট সার্চ বরিশালে!

ইন্টারনেটভিত্তিক বিশ্বব্যাপী আলোচিত এক গেমের নাম ব্লু হোয়েল। রুশ হ্যাকারদের মাধ্যমে তৈরি এই গেমটি বাংলাদেশে আলোচনায় আসে ঢাকার সেন্ট্রাল রোডে এক মেধাবী কিশোরীর মৃত্যুর পর। তারপরও বিশ্বব্যাপী আত্মহত্যা গেম হিসেবে পরিচিত পাওয়া এই গেমটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর এই কারণে মৃত্যুর আশঙ্কা জেনেও তারা ইন্টারনেটে গেমটির অনুসন্ধানে নেমেছে। যার ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশেও।

গুগলের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, বিশ্বব্যাপী অনলাইনে এই গেমটি খোঁজা হয়েছে এমন দেশের তালিকায় তিন নম্বরে বাংলাদেশ। আর গত এক মাসের গুগল তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের বরিশাল বিভাগ থেকে এই গেমটি সবচেয়ে বেশি ইন্টারনেটে খোঁজা করা হয়েছে।

গত এক বছরে বিশ্বব্যাপী ইন্টারনেটে কি কি খোঁজা হয়েছে, তার উপর ভিত্তি করে ‘গুগল ট্রেন্ড রিপোর্ট’ নামের এ রিপোর্টটি তৈরি করেছে গুগল। সেখানে দেখা গেছে ব্লু হোয়েল গেটির খোঁজে তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তান। পিছিয়ে নেই প্রতিবেশী ভারত কিংবা নেপাল। দেশ দুটির অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম।


বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর