বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হোমপেইজের নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল

রকমারি ডেস্ক

হোমপেইজের নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল

হোম পেইজের নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। বলা হচ্ছে, বড় পরিসরে নতুন নকশার প্রচলন হলে এটি হবে গুগলের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন।

গুগল ডটকম হোমপেইজের নতুন পরীক্ষামূলক নকশা নজরে এসেছে ৯টু৫গুগল ডটকম-এর। নতুন নকশায় হোম পেইজের নিচে যোগ হয়েছে ছয়টি নতুন কার্ড, যার মধ্যে আছে ‘ওয়েদার’, ‘ট্রেন্ডিং সার্চ’, ‘হোয়াট টু ওয়াচ’, শেয়ার বাজার এবং কভিড মহামারির খবর। এ ছাড়াও আছে একটি ‘হাইড কনটেন্ট’ সুইচ, এটি চেপে বন্ধ করে দেওয়া যাবে কার্ডগুলো। প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা বলছে, গুগল ডটকম অ্যাপের সঙ্গে বেশ মিল রয়েছে হোমপেইজের নতুন নকশার; অ্যাপটিতেও ‘ডিসকভার’ কার্ড স্ক্রল করে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে জানার সুযোগ রয়েছে। প্রতিবেদন আরও বলছে, স্থায়ী ফিচার হিসেবে নতুন নকশার পরিকল্পনা নেই গুগলের। তবে, সাম্প্রতিক বছরগুলোয় সার্চ সেবায় পরিবর্তন আনছে গুগল। তবে সেবায় ডার্ক মোড যোগ হয়েছে কয়েক মাস আগেই।  

সর্বশেষ খবর