বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিশ্বাস হারাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল

রকমারি ডেস্ক

বিশ্বাস হারাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল

গবেষণায় বলছে, ব্যবহারকারীরা গুগলে কোনো পণ্য বা সেবার বিষয় সার্চ করলে সঙ্গে ‘ইউটিউব’ বা অন্যান্য ফোরামের নাম যুক্ত করে দিচ্ছেন। কেননা এসব যুক্ত না করলে অপ্রয়োজনীয় ওয়েবসাইট চলে আসে। বিশেষজ্ঞদের ধারণা, অধিক বিজ্ঞাপন, টাকার বিনিময় করা রিভিউ। তাই ব্যবহারকারীরা গুগলের ওপর ভরসা না করে ফোরাম পোস্টের দিকেই ঝুঁকছেন। এমন চললে গুগল সার্চের গুরুত্ব কমবে, হারাবে তার বাজার। গবেষণাটি করেন হ্যাকার নিউজের প্রতিষ্ঠাতা পল গ্রাহাম। তার মতে, গুগল যদি সার্চে বিজ্ঞাপন ও আগ্রাসী সার্চ ওয়ার্ডের প্রকোপ না কমায়, তাহলে ধীরে ধীরে ব্যবহারকারীরা আর গুগল ব্যবহার করবে না।        

সর্বশেষ খবর