শিরোনাম
বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মেসেজ পিন করা যাবে টুইটারে

রকমারি ডেস্ক

মেসেজ পিন করা যাবে টুইটারে

প্রয়োজনীয় মেসেজ পিন করে উপরে রাখা যাবে। এমন ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। আগে ফিচারটি শুধু ব্লু সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারত। এখন এটি সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সব জায়গাতেই ব্যবহার করা যাবে। গণমাধ্যম ভার্জ জানায়, ফিচারটি এখনো সম্পূর্ণভাবে চালু করা হয়নি। আইওএস অ্যাপে যে কোনো মেসেজে সোয়াপ করলে পিনের অপশনটি আসবে। অপশনটিতে ট্যাপ করলে মেসেজটি ইনবক্সে সবার উপরে পিন করা কনভারসেশনের ভিতরে গিয়ে জমা হবে। মোট ছয়টি মেসেজকে পিন করে রাখা যাবে।   

সর্বশেষ খবর